খুকির ভাবনা

খুকির ভাবনা
পারভেজ হুসেন তালুকদার

চাঁদ-তারকার নেইকো ডানা
শূণ‍্যে তাবু ষোলআনা
থাকছে দেখো ভেসে
দিনের বেলা যায় হারিয়ে
রাত হলে ফের মুখ বাড়িয়ে
রুপোর হাসি হেসে।

চাঁদ-তারকা হিংসুটে কি
দূর আকাশে ওরা মেকি?
নিচে তো না আসে
কিন্তু খুকির ঘুড়িটা যে
রঙিন তবে বড্ড বাজে
যায় না চাঁদের পাশে।

ছিঁড়লে ঘুড়ির সুতা, ঘুড়ি-
দেখতে যায় কি চাঁদের বুড়ি?
নিচে আসে নেমে?
খুদে খুকি আপন মনে
ভাবে শুধু জানার পণে
যাচ্ছে খুকি ঘেমে।

পারভেজ হুসেন তালুকদার
একাদশ শ্রেণি
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, সিলেট।

Post Comment