মাফ করে দাও হে দয়াময়

মাফ করে দাও হে দয়াময়

পারভেজ হুসেন তালুকদার

এই জীবনে ক্ষণে ক্ষণে
পাপ করেছি আর
পাপের বোজা বইছি মাথায়
পাহাড় সমান ভার
মাফ করে দাও হে দয়াময়
পাপ যত আমার।

নামাজ-কালাম আদব-সালাম
ইবাদাতের ফুল
সর্ব ছাড়া পাপী আমি
পূণ্য নাই এক চুল
আমার তরে খোলো প্রভু
তোমার দয়ার দ্বার।

নাচ-তামাশায় অমানিশায়
ফূর্তি-আমোদ বেশ
নাফরমানী করে দিলের
দ্বীন করেছি শেষ
পাপ-সাগরে কাটছি সাতার
করো প্রভু পাড়।

দুচোখ ঝরে অশ্রু পড়ে
তোমার পানে হাত
তোমার রহম ছাড়া প্রভু
দিনও আমার রাত
মালিক ওগো বান্দা আমি
তুমি ছাড়া কার?

পারভেজ হুসেন তালুকদার
কবি

Post Comment